সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে হাবিজার রহমান (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিজ বাড়ির হেলে পড়া ঘর মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন তিনি।
রোববার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কাজীর বাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাফিজার রহমান ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব রিপন।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন থেকে অবিরাম বৃষ্টি পড়ছে। গতকাল রাতে হাবিজারের একটি ঘর হেলে পড়ে যায়। দুপুরে বৃষ্টির মধ্যেই ওই ঘর মেরামত করছিলেন হাবিজার। পরে অসাবধাণতাবশত হঠাৎ করে ঘরে থাকা বিদ্যুৎতের তারে জড়িয়ে পড়েন তিনি। এসময় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত হাবিজার রহমানের মরদেহ বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আরএ