সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নরসিংদীর পলাশের ঘোড়াশালে আকিজ-বশির গ্রুপের মালিকানাধীন জনতা জুটমিলে ব্যাপক হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এতে মিলের ৩ জন নিরাপত্তাকর্মী আহত হন।
পুলিশ ও মিল কর্তৃপক্ষ জানায়, গত কয়েকদিন ধরে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে জনতা জুটমিলের শ্রমিকরা আন্দোলন করে আসছিলেন। পরে বৃহস্পতিবার রাতে দাবি-দাওয়া নিয়ে শ্রমিক ও মিল কর্তৃপক্ষ আলোচনায় বসেন। পরে মালিকপক্ষ দাবি মেনে নিতে সময় চায়। এতে বেশির ভাগ শ্রমিক বিষয়টি মেনে নিলেও কিছু শ্রমিক তা মেনে নিতে না পেরে মিলের ভিতরে ব্যাপক ভাঙচুর চালায়।
জনতা জুটমিলের ক্যাশ অফিসার মো: দেলোয়ার হোসেন বলেন, ‘অফিসের ভল্টে শ্রমিকদের রাতের শিফটের টাকা, ওভারটাইমের টাকা, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের টাকাসহ প্রায় অর্ধকোটি টাকা রাখা ছিল। তারা ভল্ট ভেঙে সব টাকা নিয়ে গেছে।’
মিলের জিএম মতিউর রহমান বলেন, ‘মিলের ভেতরের সকল অফিস, কর্মকর্তাদের বাংলোসহ বিভিন্ন স্থানে তারা ব্যাপক ভাঙচুর চালায়। ক্যাশ থেকে প্রায় অর্ধকোটি টাকা লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় মিলের ৩ জন নিরাপত্তা কর্মী আহত হয়েছে। আর মিলের কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে।’
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন জানান, মিলের শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছিল। পরে মালিকপক্ষের প্রস্তাব বেশির ভাগ শ্রমিক মেনে নিলেও কিছু দুষ্কৃতকারী উত্তেজিত হয়ে মিলে ভাঙচুর চালায়। এসময় কম্পিউটার, ল্যাপটপ ও গ্লাস ভাঙচুর করেছে তারা। আর লুটপাটের বিষয়ে কর্তৃপক্ষ বলতে পারবেন।
তিনি আরও বলেন, খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়। মিলের কর্মকর্তা ও কর্মচারীরা নিরাপদে থাকলেও কয়েকজন নিরাপত্তাকর্মী আহত হয়েছে।
অ