সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঝিনাইদহ মহাসড়কে স্পিডব্রেকারের দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
টেক্সটাইল কলেজের এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত হলে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঝিনাইদহ-ঢাকা মহাসড়কের শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ অবরোধ করা হয়।
এসময় ব্যানার,ফেস্টুন নিয়ে সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। এতে ঝিনাইদহ-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুপাশে শত শত গাড়ি দাঁড়িয়ে থাকায় যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে হাজার হাজার যাত্রী।
টেক্সটাইল কলেজের আলামিন নামে এক শিক্ষার্থী জানান, দীর্ঘদিন ধরে কলেজের সামনে স্পিডব্রেকারের দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ এ বিষয়ে কর্ণপাত করেনি। বৃহস্পতিবার রাতে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এক শিক্ষার্থী গুরুতর আহত হলে ছাত্রসমাজ ফুঁসে ওঠে। তারা সড়কে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করতে থাকে।
তিনি আরও জানান, সদর এসিল্যান্ডসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে স্পিডব্রেকার নির্মাণের আশ্বাস দিলে প্রায় আড়াই ঘণ্টা পর অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
অ