সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক সজীব হোসেন (২৬) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সমুদ্র সৈকতের নাজিরারটেক পয়েন্টে তার মরদেহ ভেসে আসে।
বিষয়টি নিশ্চিত করে লাইফ গার্ড সুপারভাইজার ওসমান বলেন, গতকাল সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ হন পর্যটক সজীব। কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সৈকতের নাজিরারটেক পয়েন্টে জোয়ারের পানিতে মরদেহ ভেসে আসলে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
নিহত মোহাম্মদ সজীব ঢাকার পল্লবী থানার ১১-ডি সড়কের কাজী জাহাঙ্গীর হোসেনের ছেলে।
ঢাকা থেকে বন্ধুদের সঙ্গে কক্সবাজার বেড়াতে আসেন সজীব। বুধবার দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্ট সাগরে তারা গোসলে নামেন। স্রোতের টানে ভেসে যাওয়ার সময় লাইফগার্ড কর্মীরা একজনকে জীবিত উদ্ধার করতে পারলেও সাগরের বিভিন্ন পয়েন্টে খুঁজেও সজীবকে পাওয়া যায়নি। সর্বশেষ আজ তার মরদেহ উদ্ধার করা হয়।
অ