সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় গুলিবিদ্ধ হয়ে আবুল হোসেন মিজি নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল, শামীম ওসমানসহ ৮০ জনের নাম উল্লেখ করে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের। বুধবার (২১ আগস্ট) বিকেলে নিহতের মা সাহিদা বেগম বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করেন। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আজম মামলা বিষয়টি নিশ্চিত করেছেন।
সাহিদা বেগম মামলার এজাহারে অভিযোগ করেন, গত ১৯ জুলাই শুক্রবার তার ছেলে আবুল হোসেন মিমির বাসের ড্রাইভিং করার জন্য ঢাকার উদ্দেশ্যে নারায়ণগঞ্জ থেকে রওয়ানা হয়ে অটোরিকশাযোগে সাইন বোর্ড আসেন। এ সময় ছাত্র-জনতার রাস্তায় অবস্থান করায় অটো থেকে নেমে পড়েন। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল, ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নির্দেশে আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসীরা সাইনবোর্ডে জড়ো হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্র-জনতার আন্দোলন পণ্ড করতে গুলিবর্ষণ করেন। শামীম ওসমানের ভাতিজা আজমীরে ওসমান তার হাতে থাকা অস্ত্র দিয়ে গুলি করলে আবুল হোসেন মিজির পেটে গুলিবিদ্ধ হয়।
এ সময় উপস্থিত কয়েকজন মিলে তাকে উদ্ধার করে প্রো একটিভ মেডিকেলে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়।
এর আগে এ জেলায় আরও চারটিসহ এ নিয়ে পাঁচটি হত্যা মামলা হয়েছে। এসব মামলায় সাবেক প্রধামন্ত্রী শেখ হাসিনাসহ বেশ কয়েকজন সাবেক মন্ত্রী-এমপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
এফএইচ