সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পকেটে চাকু ও ব্যাগে বগি দা পাওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে বরিশাল নগরীর চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তরুণ মো. রাশিফ (২০) বরগুনার বেতাগী থানার মো. ইউনুস আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত রাশিফ সিলেট থেকে বাসযোগে নিজ জেলা বরগুনার উদ্দেশে রওনা দিয়ে বরিশাল নতুল্লাবাদ বাসস্ট্যান্ডে নামে। সেখান থেকে অটো যোগে চৌমাথা পর্যন্ত পৌঁছালে শিক্ষার্থীরা তল্লাশি করার সময় তার কাছে একটি চাকু ও একটি বগি দা পায়। তাকে জিজ্ঞাসাবাদ করার সময় তর্ক-বিতর্ক হলে এক পর্যায়ে শিক্ষার্থীরা তাকে পিটিয়ে গুরুতর আহত করেন।
পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির লাশ শেবাচিম হাসপাতালে মর্গে রয়েছে।
এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দেশ টিভিকে বলেন, নিহত তরুণ সিলেট থেকে বরগুনা যাচ্ছিলো। তার লাশ বর্তমানে পোস্ট মর্টেমের জন্য হাসপাতালের মর্গে রয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএ