সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কের যানবাহনে তল্লাশি করে বিপুল পরিমান মাদক আটক করেছে শিক্ষার্থীরা। এ সময় ৬ জন মাদক পাচারকারী ও বিদেশী অস্ত্রসহ ১ জনকে আটক করা হয়।
শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকায় এ অভিযান চলে। আটককৃত মাদকের মধ্যে রয়েছে গাজাঁ ও ফেন্সিডিল। এরমধ্যে সাড়ে ১০ কেজি গাজাঁ ও ২২ বোতল ফেন্সিডিলসহ একটি বিদেশী পিস্তল আটক করে শিক্ষার্থীরা। আটককৃতরা হলেন ঢাকার শনির আখড়ার মালেক, নারায়নগঞ্জের পলাশ, নেত্রকোনার জুয়েল, গোপালগঞ্জের রাসেল মিয়া, নরসিংদীর খলিল মিয়া, সিলেটের মদিনা মার্কেটের সৈকত তালুকদার। পরে আটককৃতদের সেনাবাহীনির কাছে হস্তান্তর করেন শিক্ষার্থীরা।
কোটা আন্দোলনের সম্বনয়ক সুফিয়ান আজাদ জানান, মহাকসড়কের আইনশৃক্সখলা বাহিনী না থাকায় সেই সুযোগে মাদক কারবারীরা বিপুল পরিমান মাদক বিভিন্ন পরিবহনে করে মাদক পাচার করছে। তাই মাদক পাচাররোধে শিক্ষার্থীদের এই কার্যক্রম চলছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত শিক্ষার্থীদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এফএইচ