সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সদ্য কারামুক্ত বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম সালামকে রাজকীয়ভাবে বরণ করেছেন নেতাকর্মীরা। ঢাকা থেকে বুধবার (৭ আগস্ট) বিকেলে কয়েক হাজার মোটরসাইকেলের শোডাউনসহ খানজাহান (রহ) এর মাজার মোড় এলাকায় আসেন এমএ সালাম। সেখানে দুপুর থেকে অপেক্ষারত কয়েক হাজার নেতাকর্মী জেলার এই শীর্ষ নেতাকে ফুল দিয়ে বরণ করেন।
পরে সেখানে এক পথসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন এমএ সালাম। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে দেশ সৈরাচারমুক্ত হয়েছে। সারাদেশ বিজয় উদযাপন করছে, এ বিজয় ছাত্র ও সাধারণ মানুষের। কিন্তু কিছু অতিউৎসাহী ব্যক্তিরা এ বিজয়কে নস্যাৎ করতে উঠে পড়ে লেগেছে। তারা বিভিন্ন জায়গায় হামলা ও নিরীহ মানুষকে মারধর করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশ কারও ওপর অত্যাচার নির্যাতন করা যাবে না। বিএনপি ও সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী কারও কোথাও হামলা, ভাঙচুর ও কাউকে মারধর করতে পারবে না। যদি কোনো নেতাকর্মী এসব অপকর্মের সঙ্গে যুক্ত হয়, তাহলে তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে। সেই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনেরও হুঁশিয়ারী দেন এই নেতা।
পথ সভায় বিএনপি নেতা শাহেদ আলী রবি, সৈয়দ নাসির উদ্দিন মালেক, অধ্যাপক হাদিউজ্জামান হিরো, এ্যাড. শহিদুল ইসলাম, মাহবুব মোরশেদ লালন, শাহিদা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা এমএ সালামকে আগামী দিনে বাগেরহাট জেলা বিএনপির সভাপতি হিসেবে দেখতে চেয়ে স্লোগান দেন। সেই সঙ্গে বাগেরহাট আওয়ামী লীগের দূর্নীতিবাজ ও জুলুমবাজ নেতাদের বিচারের আওতায় আনার দাবি জানান নেতাকর্মীরা।
প্রসঙ্গ সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ঢাকায় বিভিন্ন স্থাপনায় হামলার অভিযোগে এমএ সালামকে তার ঢাকার বাসভবন থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। সরকার পতনের পরে জামিনে মুক্তি পেয়ে বাগেরহাটে আসেন তিনি।
এফএইচ