সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সারাদেশে গণহত্যা ও গণগ্রেপ্তাতারের প্রতিবাদে শিক্ষার্থীসহ নানা পেশাজীবিদের এক দফা দাবিতে সরকারের পদত্যাগের দাবি আদায়ের লক্ষ্যে মানিকগঞ্জে ছাত্রজনতার গণমিছিল বিক্ষোভ চলছে।
রোববার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানিকগঞ্জের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে খণ্ড খণ্ড এ সকল বিক্ষোভ মিছিল মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় মমতাজ চক্ষু হাসপাতালের সামনে এসে মিলিত হয়। মিছিলে সরকারবিরোধী এবং এক দফার পক্ষে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।
এর আগে শনিবার দুপুর থেকে সামাজিক মাধ্যম ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়ক ফারুক মাহমুদের একটি বার্তা ভাইরাল হয়। যাতে আজকের আন্দোলনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছিল।
এ দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা হাসপাতালের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন। বিক্ষোভে মহাসড়কে উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারী শিক্ষার্থীরা আমার ভাই নিহত কেন? সরকার জবাব দে, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়সহ সরকার বিরোধী নানান শ্লোগান দিতে থাকে।
এদিকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলনকারীরা পর্যন্ত মহাসড়কে অবস্থান করছেন। অপরদিকে শহরের বিজয়মেলা মাঠ ও শহিদ তপন মিরাজ স্টেডিয়ামে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের জড়ো হতে দেখা গেছে।
কে