সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের ঝাউবন থেকে অর্ধগলিত এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে ঝাউবন এলাকা থেকে লাশটি উদ্ধার করে কুয়াকাটা নৌ-পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের জোয়ারে যেকোনো সময়ে সৈকতের তীরে এসে আটকে যায় লাশটি। পরে স্থানীয়রা লাশটি দেখে ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে নিয়ে আসি। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে কোনো এক জেলের মরদেহ হতে পারে। গত কয়েকদিন সমুদ্র উত্তাল থাকায় অনেক জেলে নিখোঁজের জিডি রয়েছে। হয়তোবা তাদের মধ্যে কারো হতে পারে। এ ঘটনায় মহিপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আরএ