সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হয়েছেন নারী ভাইস চেয়ারম্যান সানজিদা আক্তার রুনা। সোমবার (২৯ জুলাই) সকালে উপজেলার মাসিক সাধারণ সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাইল আহমদের সভাপতিত্বে সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান সানজিদা আক্তার রুনা, সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এ্যানিং মার্মা, বাইশারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমসহ বিভিন্ন সরকারি বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাকারিয়ার পরিচালনায় সভায় উপস্থিত সংখ্যাগরিষ্ঠ সদস্যদের প্রস্তাব ও সমর্থনে প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হন সানজিদা আক্তার রুনা। পরে তাকে আনুষ্ঠানিকভাবে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে সানজিদা আক্তার রুনা অন্যান্য হেভিওয়েট আরও ৩ জন প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন। নির্বাচনে তিনি কলস প্রতীক নিয়ে ভোট পান ১০ হাজার ৬১৯ ভোট।
আরএ