সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সংযুক্ত আবর আমিরাতে সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে সাক্ষ্যপ্রমাণ নিয়ে সেভাবে তাৎক্ষণিক বিচার হয়েছে, ঠিক বাংলাদেশেও এমন অপরাধীদের দ্রুততম সময়ে বিচারের আওতায় আনা হবে। সিসিটিভি ফুটেজ ও মোবাইলে ধারণ করা ভিডিওতে এসব সন্ত্রাসীদের চেহারা ধরা পড়েছে।
শনিবার (২৭ জুলাই) দুপুরে মাদারীপুরের খাদগী এলাকায় নাশকতাকারীদের দেয়া আগুনে পুড়ে যাওয়া বিলাসবহুল বাস ও তেলের পাম্প পরিদর্শন শেষে এ কথা বলেন মন্ত্রী।
আ ক ম মোজাম্মেল হক আরও বলেন, অগ্নিসন্ত্রাস ও হামলাকারীদের বিশেষ আদালতের সামারি কোর্টে বা ক্যামেরা আদালতে দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার। সংযুক্ত আরব আমিরাতে ৬০ জনের মতো বাঙ্গালী মিছিল করেছিল। ২৪ ঘণ্টার মধ্যে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। কারো যাবজ্জীবন, কারো দশ, কারো পাঁচ বছর সাজা দেওয়া হয়েছে। তারা যদি একটি মিছিল করার অপরাধে এই শাস্তি দিতে পারে তাহলে বাংলাদেশ কি এতই দূর্বল যে এদেশের সফল রাষ্ট্রনায়ক, বঙ্গবন্ধুর রক্ত ও আদর্শের উত্তরাধিকার শেখ হাসিনার সরকার কি এতই দূর্বল হয়ে গেছে যে, এই সব দেশদ্রোহীদের শাস্তি দিতে পারবে না? আমরা দাবি করব বিশেষ আদালতে সামারি কোর্টে বা ক্যামেরা আদালতে দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
নেতৃবৃন্দ এদিন ক্ষতিগ্রস্থ সার্বিক ফিলিং স্টেশন ও বাস ডিপোসহ বিভিন্ন ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শ করেন। পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। এর আগে মন্ত্রী জেলার রাজৈর উপজেলার টেকেরহাট বাস স্ট্যান্ডে এক পথ সভায় বক্তব্য রাখেন।
এসময় মন্ত্রী আরো বলেন, যে হাতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আগুন দেওয়া হয়েছে সেই হাত শুধু ভেঙ্গে গুড়িয়ে দিলেই হবে না। আরো চরম শাস্তি দিতে হবে। জীবনে যেন কেউ সহস না পায় ক্ষতি সাধনের যারা বঙ্গবন্ধুর আহব্বানে জীবন বাজি রেখে এদেশ স্বাধীন করেছে।
এসময় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য স্থানীয় সংসদ সদস্য শাজাহান খান বলেন, কিভাবে ধ্বংশ করেছে তাতে আমি কষ্ট পেয়েছি সত্য। তবে, আমি স্বাভাবিকভাবে মেনে নিচ্ছি এ কারণে যে তারা যে এটা করবে তা আমি জানি। আর এর মধ্যে কিছু ঢুকে পড়েছে হাইব্রিড। আমাদের দলে কিছু হাইব্রিড ঢুকে পড়েছে তারা এদের সঙ্গে যুক্ত হয়েছে। ওরা নব্য রাজাকার। ওই নব্য রাজাকারদের চিহিৃত করতে হবে। কারণ, এই মাদারীপুরে বিএনপি, জামায়াত, রাজাকারদের এমন কোনো শক্তি নেই যে একা এটা করতে পারে। মাদকসেবী, চোর, ডাকাতদের হাতে অফুরন্ত টাকা দিয়ে তারা এটা করিয়েছে।
কে