সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পিরোজপুর সদর উপজেলার পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। শুক্রবার (২৬ জুলাই) সকাল ১১টার দিকে পিরোজপুর সদর উপজেলার কুমিরমাড়া আশ্রয়ণ প্রকল্পের পুকুরে ডুবে জান্নাতি ও তাইফা নামের দুই শিশু মারা যায় বলে জানান শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমির হোসেন মাঝি।
নিহত জান্নাতি আক্তার (৩) পিরোজপুর সদর উপজেলার কুমিরমাড়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ইউসুফ শেষের কন্যা ও তাইফা আক্তার (৩) একই এলাকার মো. খালেক শেখের কন্যা।
স্থানীয় ইউপি সদস্য মো. ওমর ফারুক জানান, জান্নাতি ও তাইফা আশ্রয়ণ প্রকল্প এলাকার ভেতরে খেলতে বের হয়। এরপর দীর্ঘ সময় তারা বাড়ি না ফেরায় সকাল ১০টার দিকে বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে আশ্রয়ণের পুকুর থেকে তাদের উদ্ধার করে পিরোজপুর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে নিলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. রঞ্জন জানান, পানিতে ডুবে যাওয়া দুইজন শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
আরএ