সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৫ জুলাই) সকালে বন্দর কর্তৃপক্ষের সদর দপ্তর প্রাঙ্গনে একটি আমের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান।
এসময় ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক, কাজী আবেদ হোসেন, ড. একে এম আনিসুর রহমান, মো. নুরুজ্জামানসহ বন্দরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, উপকূলীয় এলাকায় অবস্থিত হওয়ায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার মধ্য দিয়ে মোংলা বন্দরের কার্যক্রম পরিচালিত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সহিষ্ণু সত্ত্বারমতো গাছ প্রকৃতির ঢাল হিসেবে বন্দরে সুরক্ষা দিয়ে থাকে।
তিনি আরও বলেন, এই কর্মসূচির মাধ্যমে বন্দরে পাঁচ হাজার ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হবে। যা সবুজ বাংলাদেশ বিনির্মাণ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় মোংলা বন্দর অগ্রণী ভূমিকা পালন করবে বলে জানান বন্দরের এই শীর্ষ কর্মকর্তা।
আরএ