সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
যশোরের পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম বলেছেন, চাকরিকে রুটি-রুজির পাশাপাশি আমি ইবাদত মনে করি। এই কাজের মাধ্যমে আমি জান্নাতে যেতে চাই।
বুধবার (১০ জুলাই) যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।
পুলিশ সুপার বলেন, সাংবাদিকেরা হলেন সমাজের আয়না। জাতির বিবেক। পুলিশ ও সাংবাদিক একে অপরের সহায়ক। আমরা যশোরকে শান্তি ও স্বস্তির জেলায় পরিণত করতে পারি, যদি আপনারা আমাদের সহায়তা করেন। সাংবাদিকদের সহযোগিতা পেলে যশোরকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং মুক্ত করা সম্ভব।
মো. মাসুদ আলম বলেন, আমি সত্য, সুন্দর, ন্যায় ও কল্যাণের সঙ্গে থাকতে চাই। আপনারা সত্য তথ্য দেবেন, যাচাই করে শতভাগ পদক্ষেপ নেব। আমি তদবির করে পোস্টিং নিই নাই। আমার বদলির ভয় নেই। বদলির অর্ডার হলে চলে যাব। তবে আমি এসেছি, কাজ করতে চাই।
সভায় আরও বক্তব্য দেন- যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, সহ-সভাপতি নূর ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, পুলিশ সুপার মো. মাসুদ আলম ৮ জুলাই যশোরে যোগদান করেছেন। এর আগে তিনি মাদারীপুরে দায়িত্ব পালন করেন। পরে পুলিশ সুপার পৃথক পৃথকভাবে মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
আরএ