সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি ১৯০০ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে খাগড়াছড়িতে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুলাই) সকালে শহরের বাসস্টেশন এলাকায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে সংগঠনটির নেতাকর্মীসহ বিপুল পরিমান মানুষ অংশ নেন।
এতে বক্তব্য রাখেন ইউপিডিএফের সংগঠক লালন চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কনিকা চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি শাখার আহ্বায়ক এন্টি চাকমা, শান্ত চাকমা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ পাহাড়ের মানুষের রক্ষাকবচ। একটি বিশেষ স্বার্থান্বেষী মহল আইনটি অকার্যকর করতে সুপ্রীম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রামে রাজা, হেডম্যান ও কার্বারীর পদবী বিলুপ্তিসহ পাহাড়িদের প্রথাগত আইন, রীতি-নীতি ও ঐতিহ্য-সংস্কৃতি চিরতরে মুছে দেয়ার ষড়যন্ত্র চলছে।
অবস্থান ধর্মঘট থেকে অবিলম্বে শাসনবিধি বাতিলের ষড়যন্ত্র বন্ধ করে আইনটি বলবৎ রাখার পদক্ষেপ গ্রহণ করা, প্রথাগত ভূমি অধিকারের সাংবিধানিক স্বীকৃতি প্রদানের দাবী জানানো হয়। ধর্মঘট শেষে শহরে একটি মিছিল বের করা হয়।
এদিকে সড়কে অবস্থান ধর্মঘটের কারণে বাস স্টেশন এলাকায় প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এতে দুই দিকে বিপুল গাড়ি আটকা পড়ে।
এমএ