দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ ভাইসহ মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের নাসিরাবাদ নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের আসালত জামানের দুই ছেলে নাহিদ (২০) ও জাহিদ (২৭) এবং পূর্ব নাসিরাবাদ গ্রামের জুইলান মিয়া ছেলে শাকিল মিয়া (২২)।
গোবিন্দগঞ্জ থানার বৈরাগী হাট তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মতিউর রহমান দুর্ঘটনায় নিহতের ঘটনাটি নিশ্চিত করে জানান, গোবিন্দগঞ্জমুখী মোটরসাইকেলের সঙ্গে বিপরীতমুখী ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই নাহিদ ও জাহিদ নিহত হয় এবং ঘোড়াঘাটের ওসমানপুর হাসপাতালে নেওয়ার পথে শাকিল মিয়া মারা যায়। পুলিশ ট্রাকটি আটক করেছে।
এফএইচ