সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভোলার মেঘনা নদীতে ড্রেজার দিয়ে বালু তুলতে গিয়ে নিখোঁজ হয়েছে ৫ শ্রমিক। যাদের ২ দিনেও সন্ধান মেলেনি।
নিখোঁজরা হলেন- নুরে আলম (৪০), সিয়াম (২২), আরিফ (২৫), হারুন (৪০) ও তানজিল। তাদের বাড়ি সদর উপজেলার বিভিন্ন গ্রামে।
গত শনিবার (৬ জুলাই) রাতে মেঘনার গাজীপুর চর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছেন। তবে স্থানীয়রা বলছেন, রাতে জাহাজের ধাক্কায় ড্রেজারটি ডুবে গেছে। দুর্ঘটনার দুই পর সোমবার (৮ জুলাই) সকাল থেকে নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নিখোঁজ হারুনের স্ত্রী নুর জাহান জেগম বলেন, গত দুইদিন আগে স্বামীর সঙ্গে তার শেষ কথা হয়েছিল। এরপর থেকে আর কোনো যোগাযোগ নেই।
হারুনের মেয়ে লিয়া ও লিমা বলেন, বাবাকে জীবিত বা মৃত সন্ধান চাই। একইভাবে অপর নিঁখোজ তানজিলের মা ফাতেমা বেগম বলেন, আমি ছেলের সন্ধান চাই।
ভোলার নৌ পুলিশ ওসি বিদ্যুৎ কুমার বাড়ুয়া বলেন, মেঘনার গাজিপুর চরে দুর্ঘটনায় তারা নিখোঁজ হয়। তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজে ভিঘ্ন ঘটছে। তবে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। দ্রুত উদ্ধার কাজ শেষ করে নিখোঁজদের জীবিত বা মৃত লাশ চান পরিবার।
তবে এটি কি দুর্ঘটনা নাকি অপহরণ তা নিয়ে প্রশ্ন রয়েছে জনমনে।
আরএ