সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কোটা পদ্ধতি বাতিলের দাবিতে দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (২ সকাল সাড়ে ১০ থেকে বেলা ১২ টা পর্যন্ত সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় মহাসড়ক অবস্থান নিয়ে এ অবরোধ কর্মসূচী পালন করে তারা। এসময় মহাসড়কে ঢাকা ও উত্তরবঙ্গগামী যানচলাচল বন্ধ হয়ে যায়। উভয় দিকে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। যানজট ছাড়িয়ে যায় প্রায় ২০ কিলোমিটার এলাকায়।
পরে বেলা ১২টার দিকে দাবি না মানা হলে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে একত্রিত করে কঠোর আন্দোলন হঁশিয়ারি দিয়ে অবরোধ কর্মসূচী প্রত্যাহার করে নেয়।
এতে চরম দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা। অপ্রীতিকর অবস্থা মোকাবেলায় মোতায়েন করা হয় বিপুল পরিমাণ পুলিশ সদস্য।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, কোটা প্রথা বহালের ফলে বৈষম্যের সৃষ্টি হচ্ছে। যা সংবিধান পরিপন্থী। মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়ে পর্যন্ত তাদের জন্য কোটা ঠিক ছিল। নাতি-নাতনি বেমানান। এক শতাংশ প্রতিবন্ধী বাদে সব কোটা বাতিলের দাবি তাদের। কোটা বহাল থাকলে দেশের মেধাবীরা দেশে চাকুরী না পেয়ে বিদেশে চলে যাবে। দেশে সরকারি চাকুরী করার আগ্রহ হারাবে। দেশ আরও পিছিয়ে পড়বে।
সহকারী কমিশনার ভূমি রহুল আমীন শরিফ জানান, মহাসড়ক অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করে আন্দোলন কাম্য নয়। পরিস্থিতি শান্ত রাখতে বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন ছিল। আমরা তাদের সঙ্গে আলোচনা করছি ও তাদের দাবিগুলো উপর মহলে জানানো হবে।
এফএইচ