সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নরসিংদীর বেলাবতে ফার্নেস ওয়েল উৎপাদনকারী চায়না কারখানায় বিস্ফোরণ হয়েছে। এতে ৬ জন দগ্ধ হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৬ জুলাই) বিকেল ৪টার দিকে নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকায় চায়না ইন্টারন্যাশনাল ট্রেডিং কো: লি: কারখানাটিতে এ ঘটনা ঘটে।
ঘটনার পর আশপাশের লোকজন এগিয়ে গেলেও তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। প্রত্যন্ত গ্রামের ভেতরে কারখানা হওয়ার বিষয়টি জানাজানি হয়নি। আহতদের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর হলে রাত ১১টার দিকে বিষয়টি জানাজানি হয়।
চায়না ইন্টারন্যাশনাল ট্রেডিং কো: লি: এক কর্মকর্তা সাজ্জাত হোসেন সৌরভ সাংবাদিকদের জানিয়েছেন, কারখানাটিতে ফার্নেস ওয়েল (লাইভ ফুয়েল ওয়েল, এলএফও) তৈরি করা হয়। গতকাল কারখানার বয়লার থেকে এক জাতীয় পাউডার বের করা হয়। ধারণা করা হচ্ছে ওই পাউডারগুলো ধার্য পদার্থ। কারখানাটিতে ভারি মেশিনারীজ সরানোর জন্য শুক্রবার বিকেলে একটি ক্রেন বসানো হচ্ছিল। ক্রেনটি বসানোর জন্য ওয়েলডিং মেশিন দিয়ে ঝালাই করছিল। ওই সময় আগুনের একটি ফুলকি থেকে ভাসমান অবস্থায় আগুন লাগে। পরে তা বয়লারে লাগে। ওই সময় কারখানার বয়লারের সামনে থাকা কমপক্ষে ৬ জন শ্রমিক আগুনে দগ্ধ হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে ৫ জনের নাম জানা গেছে। তারা হলেন, মাসুদ, দেবাল, সোহাগ, আকাশ ও লিংকন। এদের মধ্যে মাসুদ নামে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। তার দুই হাত পিঠ ও পেটের অংশ দগ্ধ হয়।
খবর পেয়ে শনিবার সকালে সংবাদকর্মীরা খবর সংগ্রহের জন্য দুলালকান্দিতে চায়না ইন্টারন্যাশনাল ট্রেডিং কো: লি: গেলে প্রধান ফটক তালাবদ্ধ করে রাখে কর্তৃপক্ষ। এমনকি সংবাদকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি।
বেলাব থানার ওসি মো. আজিজুর রহমান (পিপিএম) জানিয়েছেন, চায়না ইন্টারন্যাশনাল ট্রেডিং কো: লি: নামে একটি কারখানা বিস্ফোরণ হয়। ঘটনার পরপরই তারা তাদের নিজ উদ্যোগে আহতদের ঢাকায় নিয়ে যায়। পরে রাতে আমরা বিষয়টি জানতে পেরেছি। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাদের অনুমোদন আছে কিনা তা যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এফএইচ