সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাঙামাটির রাজস্থলী রাইখালী বাজারে বিক্রি করার সময় একটি রিং টিয়া পাখি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ জুন) কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের আওতাধীন রাইখালী রেঞ্জ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অভিযান চালিয়ে ওই পাখিটি উদ্ধার করে।
শনিবার (২৯ জুন) বিকেলে ওই টিয়া পাখিটি চট্টগ্রাম জেলাধীন রাঙ্গুনীয়া উপজেলার শেখ রাসেল এভিয়ারী পার্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। এসময় রাইখালী বন, রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রেঞ্জের বন প্রহরী মোঃ হাসান জানায়, ঘটনার দিন গোপন সংবাদ আসে অবৈধভাবে একটি টিয়া পাখি বিক্রির জন্য রাইখালী বাজারে আনা হয়েছে। বিষয়টি সাথে সাথে রেঞ্জ অফিসে জানানোর পর রেঞ্জ কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলামের নির্দেশে বন কর্মচারীরা রাইখালী বাজারে অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে পাখির মালিক পাখিটি ফেলে সটকে পড়ে। পরে উদ্ধার করা পাখিটি অসুস্থ বিধায় রেঞ্জ অফিসে এনে রাখা হয়।
রেঞ্জ কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জানান, বন্য পশু, পাখি বিক্রি ও পাচার রোধে এধরনের অভিযান অব্যাহত থাকবে। বন্যপ্রাণী ধরা ও বিক্রি করা আইনত দন্ডনীয় অপরাধ। যারাই এই কাজে জড়িত থাকবে কেউ ছাড় পাবেনা বলে জানান তিনি।
এমএ