সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পেশাগত দায়িত্ব পালনের সময় অসাবধাণতাবশত নিজের পিস্তলের গুলিতে আহত হয়েছেন ভোলা নৌ পুলিশের এএসআই মোক্তার হোসেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশিল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৩ জুন) বিকেল ৪টার দিকে ভোলা সদরের ইলিশা নৌ পুলিশের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
নৌ পুলিশের পুলিশ সুপার কফিল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেলে ওই পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ করেই তার পিস্তল থেকে গুলি বেরিয়ে পেটের ভেতরে চলে যায়। তাকে উদ্ধার করে বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা শঙ্কাজনক রয়েছে বলেও জানান তিনি।
আরএ