দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
প্রায় ৫ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়েছে। সকাল ১১টার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রী ও চালকদের মাঝে স্বস্তি ফিরেছে।
এর আগে ঈদ যাত্রায় শুক্রবার সকাল থেকে দুপর পর্যন্ত উত্তর বঙ্গের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। দুপুরের পরে সারাদিন সারা রাত যান চলাচল স্বাভাবিক থাকলেও শনিবার (১৫ জুন) সকাল থেকে যানবাহনের অতিরিক্ত, চাপ গাড়ি বিকল হয়। এতে একাধিকবার বঙ্গবন্ধু সেতু টোল আদায় বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়।
এতে করে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে সল্লাহ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা যানজটে পরিণত হয়। পরে সকাল ১১টার পর থেকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মীর মো. সাজেদুর রহমান জানান, বর্তমানে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। ভোর রাতে যানবাহন বিকল ও টোল প্লাজা কয়েকবার বন্ধ থাকার কারণে এ যানজটের সৃষ্টি হয়। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
এফএইচ