সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা এলাকায় ট্রাক ও প্রাইভেটকার মুখোমুখি সংর্ঘষে একজন নিহত হয়েছে এবং একজন গুরুত্বর আহত হয়েছে। শুক্রবার (১৪ জুন) রাতে পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের মঠবাড়িয়া উপজেলার সাফা এলাকার সড়কে এ ঘটনা ঘটে বলে জানান মঠবাড়িয়া থানার ওসি মো. আসিকুজ্জামান।
নিহত মো. শেখ এমদাদুলা (২৭) পিরোজপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের শেখবাড়ী এলাকার আলাউদ্দিন শেখ। গুরুত্বর আহত আব্দুল্লাহ শেখ (২৫) পিরোজপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের হোরের হাওলা মো. হুমায়ূন শেখ। আহত আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সোহাগ শেখ জানান, পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের সাফা বন্দর এলকারা হিজলতলা নামেক স্থানে মঠবাড়িয়া থেকে পিরোজপুরে দিকে আসা প্রাইভেটকারটি পিরোজপুরের দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে করে প্রাইভেটকারটি দুমরেমুরচে যায়। প্রাইভেটকারের চালক এমদাদুলা ঘটনাস্থলেই মারা যায় এবং গাড়ীতে থাকা আব্দুল্লাহতে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত পিরোজপুর জেলা হাসপাতালে প্রেরণ করে।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. মো: মিরাজুল ইসলাম জানান, এমদাদুলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো এবং আব্দুল্লাহ নামের একজন গুরুত্বর অসুস্থ হওয়ার কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মঠবাড়িয়া থানার ওসি জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ।
এম