সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নড়াইল জেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন। মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফাকুল হক চৌধূরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জুবায়ের হোসেন চৌধূরী, সদর উপজেলা চেয়ারম্যন নিজাম উদ্দিন খান নিলু, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যন আজিজুর রহমান ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) দেবাশিষ অধিকারী প্রমূখ।
জানা গেছে, জেলায় ১ হাজার ১৬৬টি পরিবারকে ভূমিহীন ও গৃহহীন পরিবারে জমি ও ঘর প্রদান করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার সদর উপজেলায় ১১৬ ও লোহাগড়ায় ৯৭ জনকে ঘর প্রদান করা হয়। এর আগে গত ৯ আগস্ট ২৩ তারিখে কালিয়া উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন। আর এর সাথে সাথে নড়াইল জেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হলো।
এম