সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মাগুরা জেলা পরিষদের ২০২৪- ২৫ অর্থ বছরে ৭০ কোটি ৪৯ লক্ষ ৫০ হাজার ১০২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (৯ জুন) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিক ও সুধী সমাজের সামনে এ বাজেট ঘোষণা করেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু।
বাজেটে সরকারি অনুদান ও জেলা পরিষদের নিজস্ব আয়সহ বিভিন্ন প্রকল্প থেকে মোট আয় ৭০ কোটি ৪৯ লক্ষ ৫০ হাজার ১০২ টাকা ও একই পরিমাণ ব্যয় নির্ধারণ করা হয়। বাজেটে রাস্তাঘাট, ব্রিজ কালভাট, মসজিদ মন্দির সংস্কারসহ ব্যয় নির্ধারণ শেষে বাজেটে স্থিতি ধরা হয়েছে ২১ কোটি ৩৬ লক্ষ্য ২৪ হাজার ৩৩০ টাকা।
বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা ২ আসনের সংসদ সদস্য ড. শ্রী. বীরেন শিকদার, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের পিতা মাশরুর রেজা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রানা আমি ওসমান রানা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান খোকন, মোহাম্মদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সামিউল কাদিরসহ অন্যরা।
এম