সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রংপুরের গঙ্গাচড়ার গঞ্জিপুর এলাকায় বাস ও থ্রিহুইলারের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে গঙ্গাচড়া উপজেলার রংপুর-তিস্তা ব্যারাজ সড়কের গঞ্জিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নীলফামারীর কিশোরগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক দীপা রানী (৩৯), রিমু আক্তার (২৪) ও থ্রিহুইলার চালক ভেলসা মিয়া (৩৫)।
তারাগঞ্জ হাইওয়ে থানার দায়িত্বে নিয়োজিত পরিদর্শক (এসআই) খান শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেলা সাড়ে ১১টার দিকে গঙ্গাচড়ার গঞ্জিপুর এলাকার চেয়ারম্যান মোড়ে বাস ও থ্রিহুইলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে। বাসটি উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। বাসচালক পলাতক রয়েছে।
এম