সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মাগুরা জেলা প্রশাসন কর্তৃক জেলার সকল (৯৯টি) কমিউনিটি ক্লিনিকে উন্নত চিকিৎসা উপকরণ বিতরণ, “মা ও শিশু কর্নার" স্থাপন এবং বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবাকে মানুষের কাছাকাছি পৌঁছানোর জন্য এবং গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অনন্য উদ্যোগ এই "কমিউনিটি ক্লিনিক"।
মাগুরা জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু নাসের বেগ জেলার কমিউনিটি ক্লিনিকগুলো পরিদর্শনকালে কিছু প্রয়োজনীয় চিকিৎসা উপকরণসমূহের অপ্রতুলতা প্রত্যক্ষ করে কমিউনিটি ক্লিনিক সমূহের মানোন্নয়নের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তা অনুভব করেন।
তারই আলোকে আছাদুজ্জামান মিলনায়তনে মাগুরা জেলা প্রশাসন কর্তৃক জেলার সকল (৯৯টি) কমিউনিটি ক্লিনিকে উন্নত চিকিৎসা উপকরণ বিতরণ, “মা ও শিশু কর্নার" স্থাপন এবং বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সকল কমিউনিটি ক্লিনিক থেকে আগত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ও ডাক্তারদের প্রত্যেকের সাথে ভিন্ন ভিন্নভাবে মত বিনিময় করেন। স্বাস্থ্যসেবা প্রদানের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যা শুনেন ও সমাধানের উদ্যোগ গ্রহণ করবেন মর্মে তাদের আশ্বস্ত করেন। তিনি কীভাবে স্বাস্থ্যসেবার মান আরো উন্নত করা যায় সে ব্যাপারে তাদের সাথে কর্মপরিকল্পনা করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে এসময় আরো উপস্হিত ছিলেন সিভিল সার্জন, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক, অতিরিক্ত পুলিশ সুপার, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি, সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা প্রমুখ।
জেলা প্রশাসক স্ব-উদ্যোগে মাগুরা জেলার সকল (৯৯ টি) কমিউনিটি ক্লিনিকে উন্নত চিকিৎসা উপকরণ (প্রতিটি কমিউনিটি ক্লিনিকে একটি করে ব্লাড প্রেসার মাপার যন্ত্র, গ্লুকোমিটার, ওজন মাপার যন্ত্র , থার্মোমিটার, পরিদর্শন খাতা, রোগী দেখার রেজিস্টার খাতা, পাঁচটি করে বিভিন্ন ধরনের বৃক্ষ, প্রভৃতি) বিতরণ এবং "মা ও শিশু কর্নার" স্হাপনের কার্যক্রম গ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন যে, সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সুবিধাবঞ্চিত গ্রামীণ জনগণের স্বাস্থ্য সেবায় কমিউনিটি ক্লিনিক বর্তমান সরকারের সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি এ ব্যাপারে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
এরপর জেলা প্রশাসক আঠারখাদা কমিউনিটি ক্লিনিকে গাছের চারা রোপনের মাধ্যমে প্রতিটি কমিউনিটি ক্লিনিকে ৫টি করে গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।
একইসাথে আঠারখাদা কমিউনিটি ক্লিনিকে "মা ও শিশু কর্নার" উদ্বোধনের মাধ্যমে প্রতিটি কমিউনিটি ক্লিনিকে নিরাপদ "মা ও শিশু কর্নার" স্থাপন কার্যক্রমের সূচনা করেন।
কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সরকার কর্তৃক বিনামূল্যে ২৭( সাতাশ) ধরনের ঔষধ, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, প্রজননস্বাস্থ্য, পরিবার পরিকল্পনাসেবা, টিকাদান কর্মসূচি, পুষ্টি, স্বাস্থ্যশিক্ষা, পরামর্শসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। দেশে-বিদেশে কমিউনিটি ক্লিনিক একটি নন্দিত স্বাস্হ্য সেবা কার্যক্রম হিসাবে পরিচিতি লাভ করেছে।
এম