সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার তালুক সর্বানন্দ ইউনিয়নের জামতলা রেলগেট পার হওয়ার সময় পিকআপ ভ্যানের সাথে লোকাল ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানের চালক কবির মিয়া (৫০) হেলপার রফিকুল ইসলাম এবং ট্রেনের যাত্রীসহ আহত ৮জন।
২৯ শে মে সকাল ৯ টার দিকে বামনডাঙ্গা রেলস্টেশন থেকে ছেড়ে আসা গাইবান্ধা গামী লোকাল ট্রেনের সাথে বাংলালিংক টাওয়ারের টেকনিশিয়ান একটি পিক-আপ ভ্যানের এ দূর্ঘটনা ঘটে। বাংলালিংক টাওয়ারের কাজে নিয়জিত কর্মীরা সকালে ঘটনা স্থলে পৌছালে লাইনের পাশেই পিক-আপের স্টার্ট বন্ধ হয়ে যায়। কোন কিছু বোঝার আগেই পিক আপের পিছনের অংশ লোকাল ট্রেনের সাথে ঘষা খায়।
এতে ট্রেনের জানালায় বসে থাকা যাত্রীরা পিক-আপ ভ্যানের পিছনের অংশের সাথে ধাক্কা খেয়ে হাত-পা-শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়ে আহত হয়। পিক-আপের ভিতরে থাকা কর্মীরা ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। দুর্ঘটনায় পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। পরে আহতদের রংপুরসহ গাইবান্ধায় বিভিন্ন জায়গায় চিকিৎসা নেয়।
স্থানীয়দের দাবি, এই রেলক্রসিং দীর্ঘদিন ধরে কোন পয়েন্টম্যান নেই, এখানকার মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করে। তাদের দাবি, রেললাইনের পারাপারের রেল ক্রসিংগুলোতো লোকবল থাকলে এমন ঘটনা ঘটতো না।
এম