সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে রোগীবাহি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে গোলাম মোস্তফা নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অ্যাম্বুলেন্সের চালকসহ দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
সোমবার (২৭ মে) সকালে উপজেলার সোনাখালী এলাকার ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।
নিহত গোলাম মোস্তফা (৩৫) সাতক্ষীরা সদরের লক্ষ্মীদাড়ি এলাকার মৃত মোহর আলী মিস্ত্রীর ছেলে। তিনি কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ির হেলপার হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, কুমিল্লায় কর্মরত অবস্থায় গোলাম মোস্তফা সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সেখানকার একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় গোলাম মোস্তফার। এ ঘটনায় নিহতের এক স্বজনসহ অ্যাম্বুলেন্সচালক আহত হন।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্থ অ্যাম্বুলেন্সটি সড়ক থেকে সরিয়ে নিয়েছে পুলিশ। এ ঘটনায় আহত দুইজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বলে জানান তিনি।
আরএ