সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার রোনিন পাড়া ও রুমার সীমান্তবর্তী এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ৩ কেএনএফ সদস্য নিহত হয়। তাদের মরদেহ পরিবারের কেউ গ্রহণ করতে আসেনি। পরে বান্দরবান পৌরসভার কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ।
নিহত ৩ কেএনএফ সদস্যরা হলেন- ভানমুন বমের ছেলে এডিথাং বম (২৪), সিয়ামকুয়াল বমের রুয়াল সাং নুয়াম বম (২৩), জিরথন বমের ছেলে রুয়াল মিন লিয়ান বম (২০)। তারা সকলেই রোয়াংছড়ির রৌনিন পাড়ার বাসিন্দা।
পুলিশ জানায়, রুমা-রোয়াংছড়ির সীমান্তবর্তী পাইক্ষ্যং ও রৌনিন পাড়ায় যৌথ বাহিনীর অভিযানে নিহত কেএনএফ সদস্যের নাম, পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে মরদেহ গ্রহণ করতে আত্মীয় স্বজন ও পরিবারের কেউ না আসায় ময়নাতদন্ত শেষে বান্দরবান পৌরসভার কাছে হস্তান্তর করা হয়। পরে পৌরসভার মাধ্যমে সদর উপজেলার লাইমি পাড়ার খ্রিষ্টান কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, যৌথ অভিযানে নিহত তিন জনের পরিচয় পাওয়া গেছে। তারা তিনজনই কেএনএফ এর সদস্য ছিল। পরে তাদেরকে উদ্ধার করে রাতে বান্দরবান সদর হাসপাতাল মর্গে আনা হয়। নিহতদের পরিবারের কেউ না আসায় ময়না তদন্ত শেষে পৌরসভার নিকট হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, রোববার সকালে রোয়াংছড়ি উপজেলার রোনিন পাড়া ও রুমার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা। এসময় কেএনএফ সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়লে সেনা সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। এ ঘটনায় কেএনএফ- এর ৩ সন্ত্রাসী নিহত হয়। পরে সেনাবাহিনীর অভিযানে অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র বেতার যন্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি পাওয়া যায়।
এফএইচ