সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর উত্তরপাড়া গ্রামে দুর্বৃত্তদের বোমা হামলায় বাবা ও ছেলে মারাত্মক আহত হয়েছেন। তাদেরকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর মারাত্মক আহতাবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন মাসুদ শেখ (৪৫) ও তার ছেলে আব্দুল্লাহ শেখ (৪)।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাসুদ শেখ রাত ৯টার দিকে ছেলেকে নিয়ে জেলা সদর থেকে বাড়ি পৌঁছালে ঘরে ঢোকার আগেই উঠানে দুর্বৃত্তরা শক্তিশালী বোমা হামলা চালায়। এতে তারা বাবা-ছেলে দু’জনই মারাত্মক আহত হন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দুর্বৃত্তদের খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া সিআইডি ও পিবিআই ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে।
জেবি