সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৪ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামের আহাদ আলীর নির্মানাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মৃত নজব আলীর ছেলে মো. চুনু মিয়া (২৫) একই উপজেলার মৃত ফজলুল হকের ছেলে আলম মিয়া (২২) ও আতিক মিয়ার ছেলে সম্রাট মিয়া (২০)।
ভবন মালিক ও স্থানীয়রা জানায়, ওই তিন শ্রমিক প্রায় তিনমাস ধরে ভবনের নির্মানকাজ করে আসছে। গতকাল তারা ঈদের ছুটি শেষে বাড়ি থেকে ফিরে আসে। আজ (রোববার) সকালে নির্মাণকাজে শুরু করে সেপটিক ট্যাংকের সেন্টারিং খোলার সময় এ ঘটনা ঘটে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মো. সোনাহর আলী জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেপটিক ট্যাংকে জমা থাকা গ্যাসে শ্বাসরোধ হয়ে তিনজন মারা যায়। ঘটনাটির তদন্ত চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হনসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এও