সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
যশোরের মনিরামপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের বারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো- বারপাড়া গ্রামের শহিদুল ইসলাম মাস্টারের মেয়ে সামিয়া (৫) ও ছেলে সাবিত (৩)।
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মলয় বসু জানান, সামিয়া ও সাবিত দুপুরে খেলতে বের হয়। অনেকক্ষণ দুই শিশুকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোঁজ শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর বসতঘরের পাশের পুকুরে তাদের নিথর দেহ ভাসতে দেখে পরিবারের লোকজন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে ডা. আজিজুর রহমান দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
জেডএ