সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ক্লাস চলাকালীন সময়ে অজ্ঞাতনামা রোগে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে ভোলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী।
আশঙ্কাজনক অবস্থায় তাদের ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আতঙ্ক আর উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ভোলা সদরের পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ে এমন ঘটনা ঘটে। ঘটনার পরপরই হাসপাতালে নিয়ে আসা হয় তাদের।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানিয়েছেন, বিদ্যালয়ের দ্বিতীয় ঘণ্টায় শ্রেণি কার্যক্রম চলছিল। এ সময় জাহিদ নামের এক অষ্টম শ্রেণির শিক্ষার্থী অসাবধানতাবশত বলপেনের পিন হাতের অঙ্গুলে ডুকে যায়। এতে অসুস্থ হয়ে পড়ে সেই শিক্ষার্থী। এর কিছুক্ষণের মধ্যে তাদের সহপাঠীরা এটি দেখে মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়ে।
এভাবে অল্প সময়েরর মধ্যে ওই শ্রেণির ১৬ জন এবং পরবর্তীতে অন্য শ্রেণির ১৪ জনসহ মোট ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। ঘটনার পর পরই অভিভাবকদের সহযোগিতায় অ্যাম্বুলেন্স যোগে শিক্ষার্থীদের ভোলা হাসপাতালে ভর্তি করানো হয়। তাদের মধ্যে অনেকেই সুস্থ। তবে তাদের অসুস্থ হয়ে পড়ার পেছনে অন্য কোনো কারণ নেই।
ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তায়েবুর রহমান বলেন, শিক্ষার্থীদেন মধ্যে কেউ কোনো রোগে আক্রান্ত হয়নি। এদের দেখে মনে হচ্ছে আতঙ্কিত হয়ে এরা অসুস্থ হয়ে পড়েছেন। সবাই এখন সুস্থ। ভয়ের কোনো কারণ নেই।
এদিকে বিষয়টি ভৌতিক বা রূপকথার গল্পের মতো মনে হলেও ভয় থেকে এমনটি হতে পারে বলেই ধারণা শিক্ষকদের। এ ঘটনায় পুরো শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জেবি