সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ছেলে আনসার মিয়ার (৩৫) মিয়ার স্ত্রীর সঙ্গে তার বাবা-মার প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকত। এই নিয়ে সে বউকে প্রায়ই মারধর করতো। এজন্য তার স্ত্রী বাড়ি ছেড়ে চলে যায়। পরে স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য বাবা-মাকে চাপ দেয়। কিন্তু তারা ছেলের বউকে ফিরিয়ে আনতে রাজি না হওয়ায় বাবার সঙ্গে কথাকাটি হয়। এক পর্যায়ে বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের রুস্তমপুর গ্রামে সোমবার (১৮ মার্চ) দুপুরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের নাম তপন মিয়া (৭০)। এ ঘটনার পরপরই আনসার মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
এজাহারের বরাত দিয়ে ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, স্ত্রীকে নিয়ে দ্বন্দ্বের জেরে দীর্ঘদিন ধরে বাবা-মায়ের সঙ্গে কলহ চলছিল ছেলে আনসার মিয়ার। প্রায়ই তিনি স্ত্রীকে মারধর করতেন। এ জন্য তাঁর স্ত্রী বাবার বাড়ি চলে যান। পরে স্ত্রীকে ফিরিয়ে আনতে বাবা-মাকে চাপ দেন আনসার। কিন্তু বাবা-মা ছেলের বউকে ফিরিয়ে আনতে রাজি হননি। এ নিয়ে সোমবার দুপুরে বাবা তপন মিয়ার সঙ্গে কথা-কাটাকাটি হয় আনসার মিয়ার। একপর্যায়ে তাকে খাটের ওপরে ফেলে বালিশচাপা দিয়ে হত্যা করেন তিনি। পরে স্থানীয়রা আনসার মিয়াকে আটক করে পুলিশে খবর দেন।
ওসি আরও বলেন, নিহতের বড় ছেলে গয়েস আহমদ কাউসার বাদী হয়ে আনসার মিয়াকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
এফএইচ