দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কক্সবাজার সদরের খরুলিয়া বাজারে অগ্নিকাণ্ডে ২১টি দোকান পুড়ে গেছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এই অগ্নিকাণ্ড হয়। কক্সবাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোহাম্মদ জাহেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
ঝিলংজা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান টিপু সুলতান বলেন, খরুলিয়া গরুর বাজারের পূর্ব অংশের আমিন মার্কেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত।
মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে মুদি দোকান, একাধিক শোরুম, চায়ের দোকান, ফার্মেসি, ইলেকট্রিক ও হার্ডওয়্যার, গাছের গুদাম, একটি কীটনাশক ও একাধিক ফার্নিচারের দোকানসহ ২১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
খরুলিয়া বাজার কমিটির কোষাধ্যক্ষ নুরুল আজিম জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে। দোকান থেকে কোনো মালামাল বের করতে পারেননি ব্যবসায়ীরা। কয়েকজন ব্যবসায়ী কিছু মালামাল বের করতে পারলেও সেগুলো পানিতে নষ্ট হয়ে যায়।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোহাম্মদ জাহেদ চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডে বাজারের ২১টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জেবি