সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সিলেটে প্রশাসনের আশ্বাসে পরিবহন ধর্মঘট স্থগিত করেছেন জেলা পরিবহন শ্রমিক নেতারা।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এ ঘোষণা আসে।
জেলা সড়ক পরিবহন বিভাগীয় কমিটির সভাপতি হাজি ময়নুল ইসলাম বলেন, প্রশাসন গ্যাসের সমাধান তারা করে দেবেন। আর মামলার বিষয়ে এসএমপি কমিশনার সিলেটে আসলে এটারও সমাধান হবে। সেজন্য আমরা আশ্বাস পেয়ে ধর্মঘট তুলে নিয়েছি।
আজ বেলা আড়াইটার দিকে সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সঙ্গে বৈঠকে বসেন জেলা পরিবহন শ্রমিকনেতারা। পরে বৈঠকে অংশ নেন সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
এর আগে রোববার (২৫ ফেব্রুয়ারি) নগরীর কোর্ট পয়েন্টে গ্যাসের লোড বাড়ানোসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করে পরিবহন শ্রমিকেরা। মানববন্ধনে শ্রমিকনেতারা দাবি আদায়ে মঙ্গলবার পর্যন্ত সময় বেধে দেন। পরে আজ ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের এই কর্মবিরতি শুরু হয়।
দাবিগুলো হলো–গ্যাসের সংকট সমাধান, রাজনৈতিক মামলায় শ্রমিকনেতাকে জড়ানোর প্রতিবাদ, সড়ক দুর্ঘটনার মামলায় চালকদের জামিন, পরিষেবা আইন বাতিল, দেড় বছর আগে গোলাপগঞ্জে ইউপি নির্বাচনের সময় গ্রেপ্তার চারজন শ্রমিকনেতার মুক্তি।
জেবি