সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চাঁদপুরে মানব পাচার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ২৩ বছর পর গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম বিল্লাল হোসেন (৫২) ওরফে বিল্লাল হাজারী। তিনি পশ্চিম লাড়ুয়া এলাকার হানিফ হাজারীর ছেলে।
গতকাল সোমবার মধ্যরাতে ফরিদগঞ্জ পশ্চিম লাড়ুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান।
ওসি সাইদুল বলেন, বিল্লালের বিরুদ্ধে ১৯৯৭ সালের ৭ জুন সিলেটের জকিগঞ্জ থানায় মানব পাচারের অভিযোগে মামলা হয়। ওই মামলার বিচার শেষে ২০০১ সালের ৩ অক্টোবর সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুল হামিদ তাকে যাবজ্জীবন সাজা দেন। এরপর থেকে পলাতক ছিলেন বিল্লাল।
জেবি