সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চট্টগ্রামের মিরসরাইয়ে হোটেলে নাশতার বিল নিয়ে কথা-কাটাকাটির জেরে এক দোকানিকে কুপিয়ে জখম করেছেন হোটেলমালিকের ছেলে।
রোববার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আবুতোরাব বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর নাম মো. ফরিদ বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী আদিল শাহ বাবু বলেন, হোটেলে খাওয়া শেষে ক্যাশে এসে বিল জিজ্ঞাসা করেন ভুক্তভোগী ফরিদ। হোটেলমালিক প্রথমে ১০০ টাকা বিল হয়েছে বলে জানান। পরে বলেন, ১১০ টাকা বিল হয়েছে। এরপর ফরিদ ২০০ টাকার একটা নোট দেন। এ সময় ১০ টাকা নিয়ে কথা-কাটাকাটি হয়। তখন হোটেলমালিক নুরুল আমিন বলে ওঠেন, তোরা গুন্ডা হয়েছিস নাকি, টাকা কম দিচ্ছিস কেন? এসব বলে দুর্ব্যবহার করতে থাকেন। এসময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে অন্যরা এসে পরিস্থিতি শান্ত করেন। এর কিছুক্ষণ পরে এসে হোটেলমালিকের ছেলে সুজন এসে ফরিদকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। একপর্যায়ে ফরিদ গুরুতর আহত হয়ে পড়ে যান।
এ বিষয়ে ভুক্তভোগী ফরিদ বলেন, নাশতা খেয়ে বিল দিতে গেলে ১০ টাকা নিয়ে সুজনের বাবার সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়েছে। ঘটনাটা ওই পর্যন্তই শেষ। ওর বাবা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে। আমিও দুর্ব্যবহার করেছি। সেখানে সবাই ছিলেন। ওরা ঘটনা সমাধান করে দিয়েছেন। কিন্তু এরপর সুজন আমার দোকানে এসের অতর্কিত হামলা চালান। কেঁচি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে।
অভিযোগের বিষয়ে জানতে সুজনের মোবাইলে একাধিকবার কল দিলে তা বন্ধ পাওয়া যায়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর থানায় অভিযোগ দেওয়ার কথা। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেবি