সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুষ্টিয়ার কুমারখালীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (১২ জানুয়ারি) ভোরে উপজেলার কয়া ইউনিয়নের বের কালোয়া গ্রামে কুষ্টিয়া-৪ কুমারখালী-খোকসা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুর রউফ ও পরাজিত নৌকার প্রার্থী ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের কর্মী সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে সেলিম আলতাফ জর্জের কর্মী সমর্থক অন্তত ৩ জন রক্তাক্ত জখম হয়েছেন। আহতরা হলেন একই এলাকার মৃত কেঁদো শেখের ছেলে জিয়ার শেখ (৪৫) ও আলতাফ শেখ (৫০)। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বের কালোয়া গ্রামের সাবেক (ইউপি) সদস্য আব্দুল খালেক নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুর রউফের সমর্থক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুর রউফের বিরুদ্ধে হয়ে জিয়ার শেখ ও আলতাফ শেখ ওই এলাকায় এই আসনে নৌকার পরাজিত প্রার্থী ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের পক্ষে নির্বাচন করায় এ হামলা চালানো হয়।
এ বিষয়ে আহত জিয়ার শেখের ছেলে রাব্বি বলেন, নৌকায় ভোট দেওয়ার কারণেই আগ্নেয়াস্ত্র দিয়ে আমার বাবা ও চাচাকে গুলিবিদ্ধ করা হয়েছে। আমাদেরও মারধর করা হয়েছে। ইউপি সদস্য খালেক ও তার দুই ছেলে রিপন এবং লিটনের সন্ত্রাসী বাহিনী দিয়ে। গুলিবিদ্ধ আমার বাবা ও চাচার পেশা জেলে। ইউপি সদস্য খালেক ও তার দুই ছেলে রিপন, লিটন নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুর রউফের সমর্থক।
এ ঘটনায় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জুবায়ের তারেক বলেন, খবর পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
জেবি