সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লক্ষ্মীপুর গ্রামে জমি নিয়ে বিরোধে মায়ের কোলে ঘুমন্ত শিশুকে পিটিয়ে হত্যা মামলার মূলহোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোর রাতে কলমাকান্দা উপজেলার কুট্টাকান্দা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. হানিফ মিয়া মো. হাতেম আলীর ছেলে এবং মো. ফারুখ মিয়া মো. সিরাজ আলীর ছেলে। তারা উভয়েই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, নেত্রকোনার কলমাকান্দা থানার খারনৈ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মালেক ও প্রতিবেশী আসামি হাতেম আলীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধ চলা অবস্থায় আব্দুল মালেকের বাড়ির দক্ষিণ পাশে পুকুর পাড়ে থাকা কলাগাছের ছড়ি বিবাদী পক্ষ কেটে নিয়ে যাওয়ার সময় মালেকের স্ত্রী মোছা. মোমেনা খাতুন বাঁধা দেন। এতে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে মোমেনার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এ সময় তার কোলে ঘুমিয়ে থাকা আড়াই বছরের শিশু জুনাইদের মাথায় আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা মো. আব্দুল মালেক (৫০) বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক ছিল। বৃহস্পতিবার ভোর রাতে তাদের গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারকৃতদের কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব। জেবি