সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাঙামাটি লংগদু উপজেলার সদরসহ বিভিন্ন ইউনিয়নে নৌ ও স্থলপথে নৌকার প্রার্থী দীপংকর তালুকদারের গণসংযোগ মতবিনিময় ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী নৌ ও স্থলপথে দীপংকর তালুকদারের সমর্থনে জেলার লংগদু উপজেলার ভাসান্যাদম, বগাচত্বর, গুলশাখালী ও কালাপাকুজ্যা ইউনিয়নে নৌ ও স্থলপথে লিপলেট বিতরণ, পথসভা ও মতবিনিময় সভা করেন।
পথসভায় দীপংকর তালুকদার বিভিন্ন উন্নয়নের নির্বাচনি ২১ দফা ইশতেহার উল্লেখ করে বলেন, নানিয়ারচর উপজেলায় সেতু হয়েছে এই সেতু দিয়ে লংগদু হয়ে বাঘাইছড়ি এবং লংগদু উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপন করা হবে।
এটি হয়ে গেলে এই দুই উপজেলাসহ ১০ উপজেলার মানুষ নৌপথ ছেড়ে সড়কপথেই যোগাযোগ করবে। আর এসব উন্নয়ন দেখতে হলে আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিতে হবে।
লংগদুতে দীপংকর তালুকদারের নির্বাচনি সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংশৈপ্রু চৌধুরী বলেন, বিএনপির কথায় দেশ চলবে না। বিএনপি দেশ ও জাতিকে কোনোকিছু দেয় নাই শুধু লুটপাট করেছে। বিএনপি অগ্নিসন্ত্রাস, যানবাহন পোড়ানো, বোমাবাজি, নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ জনগণকে ভীতসন্ত্রস্ত করে ঘরবন্দি করতে চায়। নির্বাচন এলেই মুক্তিযুদ্ধ, বাংলাদেশ এবং উন্নয়নবিরোধী একটি চক্র ষড়যন্ত্রের জাল বিস্তার করে সক্রিয় হয়ে ওঠে। তাই তিনি সাধারণ জনগণকে বিএনপি-জামায়াতকে বয়কট করার আহ্বান জানান। তিনি বলেন, শেখ হাসিনার আমলে বাংলাদেশে বিগত ১৫ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে।
সভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রাঙামাটি আসনের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, কো-চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, সাবেক মহিলা সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাওয়াল উদ্দিন, সদস্য আশিষ কুমার চাকমা নব, আবু তৈয়ব, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ছামছুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শিপু, রাঙামাটি জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম, মোছা. আছমা বেগম, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনসহ জেলা ও উপজেলা শাখার বিভিন্নস্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের গণসংযোগ, মতবিনিময় ও পথসভায় উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে বিএনপির প্রায় শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। এ সময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা তাদের ফুলেল শুভেচ্ছো ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
জেবি