দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মুন্সিগঞ্জ-৩ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের চার সমর্থককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের সমর্থকদের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের মহাকালি ইউনিয়ন ও মোল্লাকান্দি ইউনিয়নের পৃথক ঘটনায় ওই চারজনকে পিটিয়ে আহত করা হয়।
আহতরা হলেন মহাকালী এলাকার তুহিন (১৮), ফিহাজ (১৮), মেরাজ (১৮) , ও মোল্লাকান্দি এলাকার রাসেল মোল্লা (১৯)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাকালী এলাকায় কাঁচি প্রতীকের পোস্টার লাগানোর সময় নৌকার সমর্থক একই এলাকার মোহাম্মদ সজিবের নেতৃত্বে ৭-৮ জন মিলে অতর্কিতভাবে তাদের ওপর হামলা করে পিটিয়ে গুরুতর আহত করে।
অপরদিকে কাঁচি প্রতীকের নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ায় মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ব্রিজের সামনে আওয়ামী লীগের প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক শওকত দেওয়ানসহ ৩-৪ জন অতর্কিত হামলা করে স্বতন্ত্র প্রার্থী সমর্থক রাসেল মোল্লার ওপর। তাকে মাথার পেছনে গুরুতর আঘাত করা হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
পরবর্তীতে মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করার জন্য ভিকটিম ও তার পরিবারের লোকজন থানায় গেছেন।
এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল হাসান জানান, ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের মধ্যে তিনজন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতরা সবাই কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বলে জানান তিনি।
জেবি