সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নেত্রকোনায় মন্ত্রীর আত্মীয় ও সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই নারীসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৩ ডিসেম্বর) গোয়েন্দা (পশ্চিম) পুলিশের একটি দল আটক করার পর তাদের আদালতে সোপর্দ করে।
আটক ব্যক্তিরা হলেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাবেরী বেগম কণা (৪০), সাদিয়া আফরিন মুক্তা (২৪) ও মো. জাহাঙ্গীর আলম (৪০)।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে নারীরা নিজেদের কখনো প্রভাবশালী মন্ত্রীর স্ত্রী বা আত্মীয় কখনও সেনাবাহিনীর বড় অফিসার, আবার কখনও বড় ডাক্তার পরিচয় দিতেন। এসব পরিচয় দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে বড় উপহার নিতেন। তাছাড়া তারা সরকারি চাকরি, সরকারি বড় কাজ, কখনো রাজনৈতিক পদ-পদবি পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন।
সর্বশেষ কলমাকান্দা উপজেলার মকবুল হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে রাজনৈতিক পদ-পদবি, সরকারি চাকরি, বড় ধরনের কাজ, মামলার রায় পক্ষে এনে দেওয়ার কথা বলে সাত লাখ টাকা ও বিভিন্ন উপহার সামগ্রী হাতিয়ে নেন তারা। এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নেত্রকোনা ও ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে ওই তিনজনকে আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
জেবি