সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে নৌকার পক্ষে ভোট চেয়েছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশাহর ছেলে শাইখ আল জাহান শুভ্র। আচরণবিধি লঙ্ঘন করায় কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।
আইনজীবীর মাধ্যমে বুধবার (১৩ ডিসেম্বর) লিখিত উত্তর দিয়েছেন তিনি।
নির্বাচনি অনুসন্ধান কমিটি সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যার দিকে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশাহর ছেলে শাইখ আল জাহান শুভ্র নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে নৌকায় ভোট চান। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নে পথ সভায় রাস্তা করে দেয়ার কথা বলে নৌকায় ভোট চান তিনি। শাইখ আল জাহান কুষ্টিয়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
নির্বাচন কমিশনের জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধির ১২ ধারায় বলা আছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত তিন সপ্তাহ সময়ের আগে কোনো ধরনের নির্বাচনি প্রচারণা শুরু করতে পারবেন না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। এর আগে ভোটের প্রচার চালানোর সুযোগ নেই।
এ বিষয়ে শাইখ আল জাহান শুভ্র জানান, কারণ দর্শানো নোটিশ পেয়েছেন। ইতোমধ্যে জবাবও দেওয়া হয়েছে।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনি অনুসন্ধান কমিটির বিচার বিভাগীয় কর্মকর্তা এবং কুষ্টিয়া আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ মোহা. আসাফ-উদ-দৌলা বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে নৌকায় ভোট চেয়েছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশাহর ছেলে শাইখ আল জাহান শুভ্র।
বিধি অনুযায়ী, এখন কোনো প্রার্থী ভোট চাইতে পারবেন না। ভোট চাওয়ায় কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল। আইনজীবীর মাধ্যমে বুধবার জবাব দিয়েছে। আগামীকাল নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে। বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এম