সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুষ্টিয়ার দৌলতপুরে অসুস্থ খালাকে দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মুর্শিদুল কবির শান্ত (২২) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (৩ নভেম্বর) সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত শান্ত জেলার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের আব্দুল মুন্নাফ মাস্টারের ছোট ছেলে। তিনি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।
দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দুর্ঘটনাকবলিত অবৈধ স্টিয়ারিং গাড়ির চালকের সহকারীকে আটক ও গাড়িটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ৭টার দিকে শান্ত দৌলতপুর উপজেলার শ্যামনগর থেকে অসুস্থ খালাকে দেখে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এ সময় একই উপজেলার আড়িয়া ইউনিয়নের চকঘোগা মিনা বাজার এলাকায় এলে শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ স্টিয়ারিং গাড়ির সঙ্গে ভ্যানের ধাক্কা লাগলে শান্ত গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
জেবি