সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই আকন্দ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদকে এলাকা থেকে উৎখাত করা হবে।
বিগত পাঁচ বছর সরকারের প্রতিমন্ত্রী থাকাকালীন সময়ে তার অনুসারীদের বিরুদ্ধে হত্যা চাঁদাবাজি এবং দখলদারিত্বসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন তিনি।
সোমবার (১৩ নভেম্বর) বিকেলে মুক্তাগাছা মুক্তিযোদ্ধা জনতা মঞ্চ আয়োজিত বিএনপির নৈরাজ্য ও যুবলীগ নেতা আসাদ হত্যার প্রতিবাদে সরকারি কলেজ মাঠে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হাই আকন্দ আরও বলেন, সারা দেশে উন্নয়ন হলেও মুক্তাগাছায় দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। খালিদ বাবু বরাদ্দের সকল টাকা লুটে খেয়েছে। দলীয় নেতাকর্মীকে হত্যাসহ তার অনুসারীদের অমানুষিক নির্যাতনে অনেক নেতা পুঙ্গত্ববরণ করছে। এখন জবাবদিহিতার সময় এসেছে। তাই আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। সবকিছুর জবাব নেওয়া হবে। এসময় উপস্থিত কয়েকশ নেতাকর্মী হাত তুলে তাকে সমর্থন জানান।
দুর্নীতিবাজ বাপটারদের প্রতিহত করতে পাড়া মহল্লায় প্রতিরোধ কমিটি করার ঘোষণাও দেন আবদুল হাই আকন্দ।
সমাবেশে মুক্তিযোদ্ধা জনতার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মুক্তাগাছা শহর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট ইদ্রিস আলী আকন্দ, সাবেক সাধারণ সম্পাদক এবিএম জহিরুল হক জহির, উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য-গবেষনা বিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান মশিউর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ ঘোষ বাপ্পী।
উল্লেখ্য গত ২৮ আগস্ট রাতে মুক্তাগাছায় আসাদুজ্জামান আসাদ (৩২) নামের এক যুবলীগকর্মীকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। নিহত আসাদ উপজেলার তারাটী পূর্বপাড়া গ্রামের শামসুল হকের ছেলে এবং প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ নায়েবের ভাতিজা। তিনি উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ গ্রুপের যুবলীগ কর্মী ছিলেন।
এফএইচ