সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নড়াইলের কালিয়ায় নবী করিম হজরত মুহাম্মদ (সা:) সম্পর্কে কটূক্তি করার অভিযোগে অনিমেষ বিশ্বাস (৪০) নামে একজনকে উপজেলার নড়াগাতী থানা পুলিশ আটক করেছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে তাকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। অনিমেষ উপজেলার কালিনগর গ্রামের বিমল বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কালিনগর গ্রামের জালাল শেখের দোকানের সামনে ওই গ্রামের সামাদ কাজীসহ কয়েকজন মুসলমানের সঙ্গে ধর্ম নিয়ে তর্কের একপর্যায় ইসলাম ধর্ম ও নবী করিম হযরত মুহাম্মদ (সা:) সম্পর্কে কটূক্তি করে।
ঘটনাটি ওইদিন সন্ধ্যা নাগাত জানাজানি হলে ধর্মপ্রাণ মুসলমানরা একপর্যায় ক্ষিপ্ত হয়ে ওঠেন। তখন অনিমেষ পালিয়ে যাওয়ার সময় বৃহস্পতিবার রাত ১১টার দিকে কলাবাড়িয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড সদস্য(মেম্বর) দুলু কাজীর নেতৃত্বে স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে নড়াগাতী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) সুকান্ত সাহা বলেন,‘এই ঘটনায় অনিমেষকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
জেবি