সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীতে উজান থেকে ভেসে আসা এক নারীর (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তারাপুর ইউনিয়নের চরখোর্দ্দা এলাকায় তিস্তার শাখা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
তারাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ইউপি) আমিনুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, বিকেলে আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ তিস্তা নদীতে ভেসে আসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে তিস্তা নদীতে পানি বাড়ায় হয়তো স্রোতে উজান থেকে লাশটি ভেসে এসেছে।
লাশের পরিচয় শনাক্তের চেষ্টার পাশাপাশি আইনগত প্রক্রিয়া গ্রহণের বিষয়টি চলমান রয়েছে বলেও জানান তিনি।
জেডএ